দৈনিক আবেশভূমি ডেস্ক :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।জেলার অধিকাংশ বেসরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজের শিক্ষক ও শিক্ষাকর্মীগণ গত বছরের এপ্রিল মাস থেকে নিয়মিত বেতন ও ভাতা প্রাপ্তি থেকে বঞ্চিত। কিছু কিছু শিক্ষক প্রশিক্ষণ কলেজ কতৃপক্ষ অফিস চালু রাখার জন্য মুষ্টিমেয় কয়েকজন কর্মীদের নিয়ে কাজ চালাচ্ছেন এবং বেতন পত্র প্রদান করছেন।যেহেতু লকডাউন জনিত পরিস্থিতিতে পঠনপাঠন প্রক্রিয়া বন্ধ অাছে, তাই অধ্যাপক ও কর্মীদের বেতন দেওয়া যাচ্ছে না বলে কলেজ কতৃপক্ষ দোহাই দিয়ে চলেছেন। কিন্তু ছাত্রছাত্রীদের ভর্তির সময় সেশন পিছু সমস্ত পাওনাকড়ি মিটিয়ে নেওয়া হয় বলে খবর।তাহলে সমস্ত শিক্ষক ও কর্মীদের বেতন দেওয়ার ক্ষেত্রে বৈষম্যের বিষয়ে অনেকেই প্রশ্ন তুলছেন। বেতন না পেয়ে শিক্ষক ও শিক্ষাকর্মীদের নাভিশ্বাস উঠেছে। দেশপ্রাণ কলেজ অফ টিচার্স এডুকেশন, নেতাজী সুভাষ প্রাইমারী টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট,সুভাষ চন্দ্র বসু বিএড ট্রেনিং কলেজ,কন্টাই ডিএড কলেজ প্রভৃতি প্রতিষ্ঠান সমূহে অধিকাংশ শিক্ষক ও শিক্ষাকর্মীদের বেতন সুনিশ্চিত না হওয়ায় ক্ষোভ জমছে। রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী ডঃ পার্থ চট্টোপাধ্যায় কে ই-মেইল বার্তা পাঠিয়ে অবিলম্বে বেসরকারী শিক্ষক প্রশিক্ষণ কলেজের শিক্ষক ও শিক্ষাকর্মীদের বেতন নিয়মিত করনের সুব্যবস্হা গ্রহণের জন্য দৃষ্টি আকর্ষন করা হয়।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *