গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।কাঁথির কৃতী অধ্যাপক ও রাজনীতিক ড: কমলেশ মিশ্র ( ৭৩)প্রয়াত। মঙ্গলবার কোলকাতার নিজ বাসভবনে সকাল থেকেই অকৃতদ্বার এই অধ্যাপক অসুস্থ‍ ছিলেন, দুপুরের পর কোলকাতাস্থিত তার ডাক্তার ভাইপো ফোনে সাড়া না পেয়ে গিয়ে দেখেন তিনি বিছানায় পড়ে। দ্রুত বি এম বিড়লা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান বিকেল ৩টায় তিনি প্রয়াত হয়েছেন। বায়োলজিক‍্যাল সায়েন্সের  প্রানীবিদ‍্যার এই গবেষকের বিজ্ঞান ও উপনিষদের সঙ্গে কো রিলেশন বিষয়ক বহু লেখা বিজ্ঞান বিষয়ক পত্র পত্রিকায় প্রকাশিত ও সমাদৃত। ২০০৭ সালে তিনি নৈহাটি কলেজ থেকে অবসর গ্ৰহনের আগে পরে দেশ ও বিদেশের(চীন,জাপান, ফ্রান্স)প্রভৃতির নামি দামি বিশ্ববিদ‍্যালয়ে আমন্ত্রিত অধ্যাপকের দায়িত্ব পালন করেছেন। প্রেম চাঁদ রায়চাঁদ স্কলারশিপ পাওয়া এই অধ্যাপকের কাছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের রেকর্ড সংখ্যক ছাত্র ছাত্রী গবেষণা করে ডক্টরেট লাভ করেছেন। বিজেপির জাতীয় কর্মসমিতির এই সদস্যের  মৃত্যুতে বিজেপি পরিবারে শোকের ছায়া। মেজদা আঞ্চলিক ইতিহাস গবেষক বহু গ্ৰন্থ প্রনেতা সাহিত্যিক অমলেশ মিশ্রের হাত ধরে তার বিজেপি রাজনীতিতে আসা। দক্ষিণ কাঁথি কেন্দ্রে দুই বার প্রতিদন্দ্বিতা ও করেছেন। স্বল্পভাষী এই সংগঠককে সম্প্রতি কাঁথি ডরমেটরী মাঠে বিজেপির যোগদান মেলায় শেষ দেখা গেছে। বিজেপির কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি অনুপ চক্রবর্তী শোক জ্ঞাপন করে বলেন  আমিএক রাজনৈতিক অভিভাবক হারালাম, দলের অপূরণীয় ক্ষতি, আমি সাংগঠনিক দায়িত্ব পাওয়ার পর তিনি আমাকে নিয়ত সুপরামর্শ দিয়েছেন। তিনি সন্তপ্ত পরিবার বর্গকে সমবেদনা জানান। রাতেই তার মরদেহ কাঁথির বাড়িতে আসে বুধবার সকাল ৭টায় কাঁথির খড়্গচন্ডী মহাশশ্মানে শেষ কৃত‍্য সম্পন্ন হবে বলে জানান পরিবারের পক্ষে ভাইপো।বসন্তিয়া হাইস্কুলের শিক্ষক সামুজিৎ মিশ্র। এমন গুণীজন হারিয়ে কাঁথিতে শোকের ছায়া। মৃত্যু কালে তিনি রেখে গেলেন ৪দাদা বৌদি, ভাইপো ভাইঝি সহ অসংখ্য শুভানুধ্যায়ী।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *