গৌরীশংকর মহাপাত্র : এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।দীর্ষ বার্ধক্যজনিত রোগ ভোগের পর এগরায় নিজ বাসভবনে শুক্রবার রাত ১১ টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আইএম এ কাঁথি এগরা শাখার প্রাক্তন সভাপতি সুচিকিৎসক ডা: দেবব্রত কর মহাপাত্র( ৮৫)। অসম্ভব দক্ষতার সঙ্গে দীর্ঘ ৩০ বছর এগরা হাসপাতালে বি এম ও এইচ এর দায়িত্ব পালন করেছেন যা এলাকাবাসী শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। সদালাপি  হাস্যময়, স্পষ্টভাষী সবার প্রিয় ডাক্তারদা জন্ম সূত্রে এগরা-১এর জেড়থান গ্ৰামে। অবসরের আগে স্বর্গত বিধায়ক বাবা ও সমাজসেবী মায়ের নামে এগরা শহরের ২ নংওয়ার্ডে”ভুবনপরমেশ্বরী” নামে নার্সিংহোম স্থাপন করে বিস্তীর্ণ এলাকার মানুষে স্বাস্থ্য পরিষেবা দিয়ে পাশে দাঁড়িয়েছেন। অকপটে স্পষ্ট কথা সরাসরি বলা তার স্বভাব

    হলেও কখনো রিক্তহস্তে কাউকে ফেরাতেন না। “এগরা মহকুমা বই মেলা” সহ বহু প্রতিষ্ঠানে সদস্য বা আজীবন সদস্য ছিলেন। সভা সমিতিতে বক্তব্য রাখতে পছন্দ করতেন না ঠিকই কিন্তু সাংগঠনিক দক্ষতায় আই এম এ কাঁথি ও এগরা শাখার ডাক্তার কূলে তিনি ছিলেন অসীম সাহসী পরামর্শ দাতা ও বটবৃক্ষের মত। তাঁর মৃত্যুতে আই এম এ কাঁথি ও এগরা শাখার বর্তমান সভাপতি ডা: বাদল অশ্রু ঘাটা ও সম্পাদক ডা:তথাগত দাস, ডা: এন কে প্রধানসহ সমস্ত চিকিৎসক ও নার্স গভীর শোক প্রকাশ করে সন্তপ্ত পরিবার বর্গকে সমবেদনা জানান। শনিবার তার মরদেহ এগরা বাসভবন থেকে মহাকুমা হাসপাতালে গেলে ডাক্তার নার্স ও স্বাস্থ্য কর্মী শেষ শ্রদ্ধা জানান। এগরা মহকুমা বই মেলার কার্যকরী সভাপতি বীরকুমার শী ও সহ সম্পাদক সত‍্যব্রত সাহু সংস্থার আজীবন সদস্য ও ভারত সরকার দ্বারা সম্মানিত এই চিকিৎসকের মৃত্যুতে শেষ শ্রদ্ধা জানান ও তাঁর আত্মার সদগতি কামনা করেন। জেড়থান গ্ৰাম‍্য শশ্মানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি রেখে গেলেন শল্য চিকিৎসক ডা:শৈবাল কর মহাপাত্র ও প্রবাল কর মহাপাত্র নামে দুই ছেলে, বৌমা, এক বিবাহিত কন্যা, পত্নী ও নাতি নাতনি সহ অসংখ্য গুনমুগ্ধ।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *