
গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।করোনা আবহে ঘরবন্দী ছাত্র ছাত্রীদের মানসিক অবসাদ কাটাতে কাঁথি পথফাইন্ডার মনোবিদ নিয়ে এক সেমিনারের আয়োজন করে শনিবার। কন্টাই পাবলিক স্কুল, মাউন্ট লিটেরা জী স্কুল, বসন্তিয়া হাই, কাঁথি হিন্দু ও ব্রাহ্ম বালিকা, কন্টাই হাই ,শচীন্দ্র শিক্ষাসদনসহ শহরের স্কুল গুলির আগ্ৰহী ছাত্র ছাত্রী ও অভিভাব অংশগ্রহণ করে। শিক্ষার্থীর স্বপ্নকে বাস্তবায়িত করে লক্ষ্যে পৌঁছতে পঠন,চিন্তন, মনন,স্মরণকে অবচেতন থেকে চেতনে নিয়ে আসার উপায়,পঠিত বিষয় নিয়ে ভাবা, পঠন ও লেখনের সমন্বয় সাধন, মনোসংযোগের কারনে স্মার্টফোনের ব্যবহার নিয়ন্ত্রণ ও বর্জন, বাবা মায়ের সহনশীল ভূমিকা পালনের পরামর্শ দেন মনোবিদ ড:সঞ্জয় ভট্টাচার্য্য।ছিলেন আয়োজক সংস্থার আ্যকাডেমিক সিনিয়র এ্যাডভাইসার জয়দেব মহাপাত্র, সংস্থার ভাইস প্রেসিডেন্ট তাপস তুঙ্গ প্রমুখ। শেষে ছাত্র ছাত্রী অভিভাবকদের প্রশ্নোত্তর পর্ব আকর্ষণীয় হয়ে ওঠে। নিজের কাজ নিজে করতে গিয়ে ব্যবহারিক ক্ষেত্রে কি অসুবিধের মুখোমুখি হচ্ছে তা নিরসনে সেমিনারের ফলোআপ হিসেবে দুই মাস শিক্ষার্থীদের পূর্ণ অবৈতনিক সহযোগিতার আশ্বাসদেন মনোবিদ ড:সঞ্জয় ভট্টাচার্য্য।