গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।এগরা সারদা শশিভূষণ কলেজে স্মাতকোত্তর বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ এবং বৃত্তিমূলক নাটক ও নাট‍্যচর্চা বিভাগের যৌথ ব‍্যবস্থাপনায় “নাট‍্য কর্মশালা ও তার প্রয়োগ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয় শনিবার। কলেজ

    পরিচালন কমিটির প্রয়াত সভাপতি বিধায়ক সমরেশ দাস স্মৃতি মঞ্চ”য় এক দিনের এই কর্মশালা দীপজ্বেলে উদ্বোধন করেন এগরা মহকুমা শাসক অরূপ দত্ত, সঙ্গেএস ডি পিও মহম্মদ বৈদ‍্যুজ্জমান,প্রধান অতিথি জয়েন্ট ডি পি আই (উচ্চ শিক্ষা বিভাগ) ও নাট‍্য সমালোচক অধ্যাপক ড:দীপঙ্কর সেন, কলেজের আই কিউ এ সি কো- অর্ডিনেটর ড:আলয় চাঁদ বিশ্বাস, শিক্ষক সংসদের সম্পাদক ড:দীপক কুমার বিশাই, কর্মশালার আলোচক তথা চিত্র পরিচালক ও লেখক রবীন দাস, মুগবেড়িয়া কলেজের অধ্যক্ষ ড:স্বপন কুমার মিশ্র, কলেজ পরিচালন কমিটির সদস্য কাঁথি কলেজের বাংলা ভাষার অধ্যাপক ড: ভূটান ঘোষ, অভিনেত্রী নয়না সেন, নাট‍্যকর্মী সুনীত ভোই, দেবাশীষ ত্রিপাঠী প্রমুখ। স্বাগত ভাষণে কর্মশালার উদ্দেশ্য ও তাৎপর্য তুলে ধরেন অনুষ্ঠানের সভাপতি কলেজ অধ্যক্ষ ডঃ দীপক কুমার তামিলী। সমগ্ৰ অনুষ্ঠানের পরিচালনায় নাটক ও নাট্যচর্চা বিভাগের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক মলয় বারিক ও বৃত্তিমূলক শাখার নোডাল অফিসার অধ্যাপক ড: সুনীল কুমার যাদব। আলোচক চিত্র পরিচালক রবীন দাস নাট‍্যকলার ক্রম বিবর্তনের ইতিহাস তুলে ধরে শিক্ষার্থীদের নিজদের যোগ্য করে তোমার ক্ষেত্রে কিভাবে তৈরী হতে হবে সেই কৌশল তুলে ধরেন।লোক সংস্কৃতির এই শাখায় পেশাদারিত্ব আনার ক্ষেত্রে গ্ৰীক ও বাংলা নাটক এবং চলচ্চিত্রের নানান অভিনেতা অভিনেত্রীর উদাহরণ তুলে ছাত্র ছাত্রীদের সমৃদ্ধ করেন। উঠে আসে চেরীচ‍্যাপলিন,সত‍্যজিৎ রায়, বসন্ত চৌধুরীর মত অভিনেতা পরিচালকের প্রসঙ্গ। নাটকে উপস্থাপন, দৃশ‍্যসজ্জা, ভাষা প্রয়োগ কৌশল নিয়ে আলোচনা করেন জয়েন্ট ডি পি আই ড:দীপঙ্কর সেন। শেষে দুর্গাপুর” ভীমরতি” নাট‍্যগোষ্ঠী আয়োজিত নাটক “পাঁচকান” পরিবেশনের মাধ্যমে ব‍্যবহারিক প্রয়োগ তুলে ধরেন। কলেজ ছাত্র ছাত্রীরা “কোভিড- ভ‍্যাকসিন” সংক্রান্ত সচেতনতা মূলক স্বল্প দৈর্ঘ্যের নাটিকা পুতুলনাচ যোগে উপস্থাপন সকলের প্রশংসা কুড়ায়। কর্মশালায় কলেজের নাটক ও নাট‍্যচর্চা বিভাগের অধ্যাপক অধ‍্যাপিকা ,স্থানীয় নাট‍্যপ্রেমী, “কৃষ্টি চক্র” ও দুর্গাপুর “ভীমরতি” নাট‍্যগোষ্ঠী অংশগ্রহণ করেন। সমগ্ৰ অনুষ্ঠানের সঞ্চালনায় কলেজের বাংলা স্নাতকোত্তর বিভাগের কো অর্ডিনেটর ড শান্তনু দলাই।শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান কলেজ অধ্যক্ষ ড:তামিলী।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *