প্রকাশ কর: মেদিনীপুর পূর্ব পশ্চিম।করোনার দ্বিতীয় ঢেউতে চরম সংকটে ব্লাড ব্যাংক গুলি।ব্লাড ব্যাংক রক্ত শূন্যতায় ভোগায়,থ্যালাসেমিয়া রোগী রা চরম কষ্টে ভুগছে। গতকাল থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে তাদের পাশে দাঁড়ানো র জন্য রবিবার রবীন্দ্র জন্মজয়ন্তী র দিনে এগরা উই কেয়ার স্বেচ্ছা সেবী সংস্থা কোভিট প্রোটকল মেনে রক্ত দান শিবিরের আয়োজন করে ।এই কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে১৫ জন রক্ত দাতা শিবিরে রক্ত দান করেন। এই শিবির করার পেছনে আর ও একটি উদ্দেশ্যে ছিল টীকা নেওয়ার ১৪দিন পর্যন্ত রক্ত দান করা যাবে না, ফলে ১৮-৪৫ বছর বয়স্ক‍দের বেশি রক্ত দানের ইচ্ছে থাকলেও রক্তদান করতে পারবেন না ফলে এক বিশাল রক্ত শূন্যতা র সৃষ্টি হচ্ছে।তাই টিকা নেওয়ার আগে রক্ত দান এই শিবিরে বিশেষ তাৎপর্য পূর্ন ভূমিকা পালন করেছে। সংস্থার সভাপতি সুভাষ নন্দ এই কঠিন পরিস্থিতিতে রক্ত দাতা দের মানসিকতা কে কুর্নিশ জানান। সম্পাদক উজ্জয়িনী ব্যানার্জী টীকা নেওয়া র আগে প্রত্যেক শ্রেনীর মানুষ কে রক্ত দান করে মানুষের পাশে দাঁড়ানো র আহ্বান জানান। তিনি শেষে এগরা ব্লাড ব্যাংক ও তার কর্মী দের সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *