গৌরীশংকর মহাপাত্র:এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর। এগরা-২এর পানিপারুল অঞ্চল তৃণমূল আয়োজিত ১৬১ তম রবীন্দ্রজয়ন্তী ও বিধায়ক সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান হয় রবিবার। মঙ্গলদীপ জ্বেলে এবং কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদনে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধায়ক তরুণ কুমার মাইতি। ছিলেন শিক্ষক নেতা রজত বেরা,যুবনেতা গৌতম সাউ, সংখ্যালঘু নেতৃত্ব বাবুল সাহা,ব্লক সম্পাদক রাজকুমার দুয়ারী প্রমুখ। অঞ্চল তৃণমূল মহিলা সভানেত্রী পানিপারুল পঞ্চায়েত প্রধান রঞ্জিতা প্রধান নব নির্বাচিত বিধায় তরুণ কুমার মাইতির হাতে স্মারক ও উপহার সামগ্ৰী তুলে দিয়ে স্বম্বর্ধনা জ্ঞাপন করেন। আবৃত্তি, গান ও কথায় উপস্থিত

    অতিথিগণ রবীন্দ্রনাথের স্মৃতি চারনা করেন। দলীয় কর্মীদের সাংস্কৃতিক মানোন্নয়নে দলের পক্ষে এমন উদ্যোগ বলে জানান উপস্থিতএগরা-২পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ প্রধান। বিধায়ক তাঁর বক্তব্যে বিধানসভা এলাকায় সাংস্কৃতিক মানোন্নয়নে সর্বোত চেষ্টার আশ্বাস দেন। এক্ষেত্রে ক্লাব ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান গুলিকে আরও এগিয়ে আসার আহ্বান জানান।সুস্থ্য সমাজ গঠন কেবল সরকার নয় এন জি ও গুলির বিশাল ভূমিকা রয়েছে বলে উল্লখ করেন। নিবন্ধীকৃত স্বেচ্ছাসেবী সংগঠন গুলিতে মনীষী চর্চা ও সাংস্কৃতিক পরিমন্ডলের শ্রীবৃদ্ধির বিস্তৃত সুযোগকে উৎসাহ দিতে সরকার ক্লাব গুলিকে সাধ‍্যমত আর্থিক সহায়তা দিয়ে আসছে বলে স্মরণ করিয়ে দেন।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *