
গৌরীশংকর মহাপাত্র: এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।পবিত্র ঈদ উপলক্ষে দারুয়া ১নং ওয়ার্ডে “ওয়ান স্টার ক্লাব” এর পক্ষে বস্ত্র বিতরণ হয় আজ বৃহষ্পতিবার। অনুষ্ঠানে দুঃস্থ’দের হাতে বস্ত্র তুলে দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন পটাশপুরের বিধায়ক উত্তম বারিক। সঙ্গে কাঁথি মহকুমা মৎস্য জীবী সংগঠনের চেয়ারম্যান জনাব আমিন সোহেল। শহর তৃণমূলের প্রাক্তন সভাপতি ইমরান আলি খান , পৌর প্রশাসক বোর্ডের সদস্য সেকসাবুল, আমিন সোয়েল প্রমুখ। অনুষ্ঠানে দু:স্থ ১০০নারী পুরুষ কে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান সংস্থা সম্পাদক সেক শাকিল।