গৌরীশংকর মহাপাত্র:এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।পবিত্র ঈদ উপলক্ষ্যে দুস্থদের বস্ত্র দান করলেন খেজুরীর নব নির্বাচিত বিধায়ক শান্তনু প্রামানিক । খেজুরি এলাকার মানুষ বিধায়কের হাত থেকে বৃহস্পতিবার বস্ত্র তুলে নেন। মহামারীর সময় ঈদের নতুন বস্ত্র হাতে পেয়ে আপ্লুত খেজুরির সংখ্যালঘু সম্প্রদায়।বিধায়ক সকল মানুষকে সামাজিক দূরত্ব ও কোভিড স্বাস্থ্য বিধি মেনে এবং সকলকে শান্তির বার্তা দিয়ে পাশে থাকার আশ্বাস দেন।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *