গৌরীশংকর মহাপাত্র:এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর।করোনার দ্বিতীয় ঢেউয়ে বেলাগামাম করোনা সংক্রমণ রোধে অাজ থেকে বলবৎ পশ্চিমবঙ্গ সরকারের কোভিড বিধিনিষেধ নিয়ে সচেতনতা যাত্রা। কাঁথি মহকুমা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে কাঁথি পৌরসভার ক্যানেলপাড় এলাকায় অায়োজিত হয় এমন অভিযান। এই সচেতনতা যাত্রায় সহযোগিতা করে “লায়ন্স ক্লাব অফ কন্টাই”,”রোটারী ক্লাব অফ কন্টাই”, “কাঁথি মহকুমা রেডক্রস সোসাইটি”, “কন্টাই হাউস ওনার্স অ্যাসোসিয়েশান”,”কাঁথি রঘুনাথ অায়ুর্বেদ মহাবিদ্যালয়”, “কাঁথি পৌরসভার চিকিৎসা কেন্দ্র” সহ বিভিন্ন সমাজসেবী প্রতিষ্ঠান। সচেতনতা যাত্রায় নেতৃত্ব দেন রাজ্য সরকারের মৎস্য মন্ত্রী অখিল গিরি, কাঁথির মহকুমা শাসক অাদিত্য বিক্রম মোহন হিরানী,পৌর প্রশাসকমন্ডলী’র চেয়ারপারসন সিদ্ধার্থ মাইতি,

    পৌর প্রশাসকমন্ডলী’র সদস্য মামুদ হোসেন, সুবল মান্না, ডাঃ অনুতোষ পট্টনায়ক, কাঁথি থানার অাইসি অমলেন্দু বিশ্বাস, মহিলা থানার ওসি অনুস্কা মাইতি, লায়ন সুস্মিত মিশ্র,রোটারিয়ান স্বপন মাইতি প্রমুখ। এই সচেতনতা যাত্রা ক‍্যানেলপাড় ভবতারিনী মন্দির থেকে শুরু করে ক‍্যানেলপাড় বস্তি এলাকা হয়ে সিএস এ ময়দান থেকে ঘুরে নেতাজী মার্কেট হয়ে শ্রীরুপা রাস্তার মোড়ে শেষ হয়।মৎস্য মন্ত্রী অখিল গিরি বিনা মাস্কের পথচলতি মানুষ জন ও দোকানের ক্রেতা- বিক্রেতাকে মাস্ক পরিয়ে দেন।মহকুমা শাসক কোভিড সংক্রমণ নিয়ে সকলকে সচেতন করেন।পরে কাঁথি ক্যানেলপাড় স্ট্যান্ডে সচেতনতা সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মৎস্য মন্ত্রী, মহকুমা শাসক, পৌর চেয়ারপারসন, প্রশাসকমন্ডলী র সদস্যগন প্রমুখ। মৎস্য মন্ত্রী তাঁর বক্তব্যে কাঁথির মানুষ জনকে কোভিড বিধি মেনে চলার পাশাপাশি সংক্রমণ রোধে শারিরীক দূরত্ব বিধি মেনে চলা,মাস্ক ব্যবহার করা,শারিরীক দূরত্ব বিধি মেনে চলা ও অকারণে ঘরের বাহিরে না বেরুবার পরামর্শ দেন।মহকুমা শাসক কোভিড বিধিনিষেধ অমান্য করলে মহামারী অাইনে ব্যবস্হা নেওয়ার কথা স্মরণ করিয়ে দেন।পৌর চেয়াপারসন জানান কাঁথি শহরে সক্রিয় করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ৫৯৭ জন।পরীক্ষায় অারো কোভিড রোগী
      চিহ্নিত করন সময়ের অপেক্ষা মাত্র। অপরকে বাঁচাতে নিজেকে কোভিড সংক্রমণ থেকে রক্ষা পেতে হবে।হাসপাতালে কোভিড বেড প্রায় পরিপূর্ণ। সেফ হোমে ঠাঁই নাই রব।কোভিড অাক্রান্ত হয়ে চিকিৎসা পরিষেবা পাওয়ার সুযোগ পাওয়া প্রায় দুষ্কর। কোভিড সংক্রমণ থেকে রক্ষা পাওয়াই বেঁচে থাকার পথ বলে অভিমত প্রকাশ প্রশাসক সদস্য জনাব হোসেন। অাগামীদিনে কাঁথি শহরের বিভিন্ন জনবহুল এলাকায় একই রকমভাবে প্রশাসনিক স্তরে কোভিড সচেতনতা যাত্রা অায়োজনের কথা ঘোষণা করেন মহকুমা শাসক ও পৌরসভার প্রশাসকমন্ডলী।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *