নিজস্ব সংবাদ দাতা :  দৈনিক আবেশভূমি:এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর।অবিভক্ত মেদিনীপুর জেলার তাম্রলিপ্ত জাতীয় সরকারের কাণ্ডারী, মেদিনীপুরের বিদ্যুৎ বাহিনীর সর্বাধিনায়ক, পশ্চিমবঙ্গের তিনবারের (১৯৬৭,১৯৬৯,১৯৭১) মুখ্যমন্ত্রী অজয় মুখোপাধ্যায়ের ৩৬ তম প্রয়াণ দিবসে শ্রদ্ধার্ঘ নিবেদন করে বিভিন্ন সংস্থা। বর্ণময় কর্মজীবন স্মৃতি চারণা করে প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন বলেন- অজয় মুখো পাধ্যায় ১৯০১ সালের ১৫ ই এপ্রিল তমলুক শহরে জন্মগ্রহন করেন।১৯৮৬ সালের অাজকের দিনে (২৭ শে মে) অজয় মুখো পাধ্যায়ের মৃত্যু হয়। অজয় মুখোপাধ্যায়ের বিদ্যুৎ বাহিনী ১৯৪২ সালে ভারত ছাড়ো অান্দোলনে বিশেষ ভূমিকা গ্রহণ করে। দেশ স্বাধীন হওয়ার পরে ১৯৫২ সালে তিনি সেচ মন্ত্রী হন।১৯৬৬ সালে অজয় মুখোপাধ্যায় কংগ্রেস ছেড়ে বাংলা কংগ্রেস গঠন করেন১৯৬৭,১৯৬৯,১৯৭১ সালে তিনবারের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হন।বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী ও পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী অজয় মুখোপাধ্যায় অবিভক্ত মেদিনীপুর জেলার গর্ব বলে উল্লেখ করেন।।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *