গৌরীশংকর মহাপাত্র:দৈনিক আবেশভূমি ডেস্ক:এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর।আড়গোয়াল অঞ্চল তৃণমূল সভাপতি নবকান্ত পন্ডা এবং অঞ্চলের উপ-প্রধান অপরেশ সাঁতরার নেতৃত্বে সমসপুর ও সন্দলপুর বুথ তৃণমূল কর্মীদের নিয়ে সাধারন সভা হয় মঙ্গলবার । প্রসঙ্গত রবিবার ব্লক তৃণমূল কংগ্রেস সাংবাদিক সম্মেলনে আড়গোয়াল অঞ্চল সভাপতি অপরেশ সাঁতরাকে অপসারণের পাশাপাশি নতুন অঞ্চল সভাপতি ও সহ সভাপতি ঘোষিত হয়। সভাপতি হরিপদ জানা এবং সহ-সভাপতি নবকুমার পন্ডা। কিন্তু ব্লক কমিটির ঘোষিত সহ সভাপতিকে আড়গোয়াল অঞ্চল তৃণমূল তথা অপরেশ অনুগামীরা নবকুমারকে সভাপতি ঘোষণা করে বুথ ভিত্তিক কর্মী সম্মেলনে নেমে পড়ে, অর্থাৎ ব্লকনেতৃত্বকে পাল্টা চাল ঠুকে অপরেশ বাবুরা ব্লক নেতৃত্বের কতৃত্বকে চ‍্যালেঞ্জ করলেন। বিষয়ে অপরেশ সাঁতরাকে জানতে চাইলে তিনি বলেন আমার অপসারণ বৈধ নয়। আমার অপসারণ পদ্ধতি যেমন জেলা নেতৃত্বের অনুমোদিত নয়। তেমনি নতুন অঞ্চল কমিটি জেলা অনুমোদিত নয়। অধিকারীদের আশীর্বাদ ধন‍্যরা গোটা ব্লক টি’তে নোংরা মি শুরু করেছে। এবং তার অভিযোগের তীর’যে ব্লক সভাপতি মৃনালকান্তি দাস ও সহ সভাপতি স্বপন কুমার মাইতি দিকে তিনি তা খোলসা করতে ভুলেন নি। তিনি বলেন -আমার অঞ্চল কমিটি মনে করে নবকুমার পন্ডা সহ সভাপতি নয় সভাপতির যোগ্য, তিনি এক সময় ব্লক যুব সভাপতি ছিলেন।আমরা যোগ্যকে যোগ্য সম্মান দিতে জানি। রবিবার সাংবাদিক সম্মেলনে সম্পূর্ণ ব্লক কমিটি ছিল না, আড়গোয়াল অঞ্চল কে অন্ধকারে রেখে এমনটি হয়েছে।আমার বিরুদ্ধে অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রনোদিত। আমাকে শুভেন্দু অনুগামী বলে কোনঠাসা করার খবর খাওয়ানো হচ্ছে, আজও ব্লক কমিটি ও অঞ্চল কমিটিতে যারা তারা সবাই আমার মত অধিকারীদের সময় থেকে পদাধিকার । আমি অনুগামী আর ওরা নয় কেন। শুভেন্দু যখন দলে ছিলেন তখন এক কথা এখন যেহেতু বিরোধী দলে সে প্রসঙ্গ অবান্তর। এ বিষয়ে দলের পটাশপুর-২ ব্লক সভাপতি মৃনালকান্তি দাস’কে জানতে চাইলে তিনি সংবাদমাধ্যমকে জানান- ব্লক সভাপতি অঞ্চল সভাপতি নিয়োগ করে নিয়োগ পত্র দেয়। আজ ব্লক কমিটির সিদ্ধান্ত মত আড়গোয়াল অঞ্চল সভাপতি হরিপদ জানা সংবাদিক সম্মেলনে তাঁর অবস্থান ও পরিকল্পনা তুলে ধরবেন। তবে আড়গোয়াল অঞ্চল নেতৃত্ব বদল ও অপসারণ ঘিরে ব্লক ও জেলা নেতৃত্বের মধ্যে যে সমন্বয়ের অভাব স্পষ্ট তা বলার অপেক্ষা রাখে না। প্রবীণ রাজনীতিকদের দাবি অপরেশ বাবুকে আরও একটু সময় নিয়ে জেলা ও ব্লক নেতৃত্বের সমন্বয়এনে পদক্ষেপ নেওয়া ছিল বুদ্ধিমানের কাজ।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *