গৌরীশংকর মহাপাত্র :দৈনিক আবেশভূমি ডেস্ক :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।ভারতীয় জনতাপার্টি কাঁথি সাংগঠনিক জেলার উদ‍্যোগে,কাঁথি রাখালচন্দ্র বিদ‍্যাপীঠের নিকট এবং কাঁথি পোস্ট অফিস মোড়ে শ‍্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে মাল‍্যদানে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে ১২১তম জন্মদিন উদযাপন হয় আজ মঙ্গলবার। প্রাসঙ্গিক স্মৃতিচারণায় ভারতকেশরী এই জননেতার বর্ণময় কর্মজীবনের নানা দিক আলোচনা করতে গিয়ে ১৯০১ সালের ৬ই জুলাইর এমন পবিত্র দিনে তার আবির্ভাব, ভারতের স্বাধীনতা আন্দোলন ও ভারতছাড় আন্দোলনে তাঁর ভূমিকা,১৯৪১এর ১১ই নভেম্বর থেকে ১৯৪২এর ২০শে নভেম্বর পর্যন্ত ফজলুল হক মন্ত্রিসভায় অবিভক্ত বাংলার অর্থমন্ত্রী রূপে দায়িত্বভার গ্রহণ এবং এই সময় কালে আর্থিক অনটনে ভুক্তভোগী কবি কাজী নজরুল ইসলাম যখন ফজলুল হকের কাছ থেকে বিমুখ হয়ে ড:মুখার্জির শরণাপন্ন হয়ে কিভাবে আশ্বস্ত হয়েছিলেন সেই প্রসঙ্গ, এ সময়ে দেশের স্বাধীনতার প্রশ্নে শ‍্যামাপ্রসাদকে লেখা কাজী নজরুল ইসলামের চিঠির বিষয় ও উঠে আসে। হিন্দু জাতীয়তাবাদী রাজনৈতিক দল ভারতীয় জনসংঘ গঠন, হিন্দু মহাসভার সভাপতি হিসেবে তার কর্মদক্ষতা, প্রধানমন্ত্রী জহরলাল নেহেরুর ক্যাবিনেটের মন্ত্রী হিসেবে তাঁর প্রখরবুদ্ধিদীপ্ততা ও পরবর্তীকালে কুখ্যাত “নেহেরু লিয়াকত” চুক্তির বিরোধিতা করে মন্ত্রিত্ব ত‍্যাগের মতন প্রসঙ্গ তুলে ধরে উপস্থিত সকলকে অনুপ্রাণিত

    করেন। তাঁর এই আদর্শ ও চিন্তাধারাকে  পাথেয় করে সকলকে  এগিয়ে যাওয়ার পরামর্শ দেন ভারতীয় জনতা পার্টি কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি অনুপ চক্রবর্তী।উপস্থিত ছিলেন সহ সভাপতি রমাকান্ত প্রধান, জেলা সাধারণ সম্পাদক অসীম মিশ্র,জেলা সম্পাদক নবীন প্রধান,রাজ‍্য কমিটির সদস‍্য সোমনাথ রায়,জেলা ইন্টেলেকচুয়াল সেলের চন্দন মন্ডল,রাজ‍্য কিষাণ মোর্চার সদস‍্য অশোক দাস,জেলা আমন্ত্রিত সদস‍্যা মুনমুন দাস প্রমুখ।
    কাঁথি সাংগঠনিক জেলা জুড়ে সমস্ত মন্ডলের বুথে বুথে সাড়ম্বরে যথাযোগ্য মর্যাদায় জন্মদিবস উদযাপন  ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *