দৈনিক আবেশভূমি ডেস্ক :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে অাধার কার্ডের সাথে রেশন কার্ডের সংযুক্তি না হওয়ায় ভর্তুকিযুক্ত রেশন কার্ডের শ্রেনী রূপান্তরিত হয়ে ভরতুকি বিহীন রেশন কার্ডে পরিণত হয়েছে। কাঁথি পৌরসভার ৫ নং ওয়ার্ডের সেক অামিন উদ্দিন ও তার পরিবারের পর দেশপ্রাণ ব্লকের বসন্তিয়া অঞ্চলের পূর্ব মুকুন্দপুর(২০০ টি পরিবার),মির্জাপুর(৯৪),পশ্চম কুশবনি(৫২),পূর্ব কুশবনি(৪৬),বসন্তিয়া (৭২),কালিকাকুমারী(২৪) প্রভৃতি মৌজার ৫ শতাধিক পরিবারের ভর্তুকিযুক্ত রেশন কার্ড থেকে ভর্তুকি বিহীন রেশন কার্ডে রূপান্তরিত হয়েছে। খাদ্য দপ্তরে পুনরায় অাবেদন করার পরেও সংশোধিত রেশন কার্ড ভর্তুকি বিহীন থেকে গেছে। এর ফলশ্রুতিতে বসন্তিয়া অঞ্চলের ৫ শতাধিক পরিবার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খাদ্য সাথী প্রকল্পের বিনা খরচে খাদ্য সামগ্রী পাওয়া থেকে গত ৬ মাস বঞ্চিত রয়েছেন। কোভিড পরিস্থিতিতে কর্মহীন হয়ে সাধারণ মানুষ বিনা খরচে খাদ্য সামগ্রী না পাওয়ায় দুর্দশার শেষ নেই। প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন জেলা ও মহকুমা খাদ্য ও সরবরাহ দপ্তরের নিয়ামককে ই-মেইল বার্তা পাঠিয়ে অবিলম্বে বসন্তিয়া অঞ্চলের ৫ শতাধিক পরিবারকে ভর্তুকি যুক্ত রেশন কার্ডের কুপন দিয়ে বিনা খরচে খাদ্য সামগ্রী প্রদানের ব্যবস্হা গ্রহনের দাবী জানান। পাশাপাশি রেশন কার্ডে ত্রুটি-বিচ্যূতি অবিলম্বে সংশোধনের জন্য খাদ্য দপ্তরের কাছে অাবেদন জানান।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *