গৌরীশংকর মহাপাত্র ও অলকেশ মাইতি :দৈনিক আবেশভূমি :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরে ভয়াবহ বন্যা পরিস্থিতিতে কয়েক লক্ষ মানুষ জলবন্দি বিশেষত: ১ নং ব্লকের গোকুলপুর, গোপালপুর, অমর্ষি-১ ও ২ চিস্তিপুর-১ও ২, বড়হাট, ব্রজলালপুর, পটাশপুর -২এর মথুরা, আড়গোয়াল, সাউৎখন্ড পঞ্চায়েতের বিস্তীর্ন এলাকা। গতকাল তাল ছিটকিনি আমগাছিয়া তিনটি জায়গায় কেলেঘাইর জল বাঁধের উপর অস্থায়ী বাঁধ

    টপকে প্লাবিত করায় বিপত্তি বেড়েছে, গ্রামের পর গ্রাম প্লাবিত হয় গভীর রাতে। পটাশপুর দাইতলা বাজার থেকে ভীমেশ্বরী বাজার পর্যন্ত এগরা বাজকুল মূল সড়কের ১০ জায়গা ডুবে জল বইছে।  পালপাড়া কলেজের লাইব্রেরী সহ গ্ৰাউন্ড ফ্লোরে প্রায় ২-৩ফিট জলের তলায়। বেশিরভাগ মানুষ উঁচু এলাকায়, স্কুল বাড়ি বা প্রতিবেশীর মজবুত পাকা বাড়িতে আশ্রয় নিয়েছেন স্বপরিবারে। বালিঘাই জগন্নাথ জিউ সেবা সমিতির কর্ণধার আশিষ ধাওয়া ঐকান্তিক চেষ্টায় এবং দক্ষিণ খাড় স্টার ক্লাবের যৌথ উদ্যোগে গোকুলপুর পঞ্চায়েতের খড়িগেড়িয়া গ্রামের জলবন্দি ১৬৭ টি পরিবার এবং তাপিন্দার ৭০ টি পরিবার ও পুষা গ্রামের ৬০টি
            পরিবারের হাতে শুকনো খাবার ও পর্যাপ্ত পরিমাণ পানীয় জল তুলে দেয় । ১৭ই সেপ্টেম্বর শুক্রবার স্থানীয় অসহায় বন্যাপীড়িত মানুষদের হাতে এই ত্রাণ সামগ্রী তুলে দেন দক্ষিণ খাড়

      স্টার ক্লাবের কর্ণধার আনন্দ গোপাল আচার্যের নেতৃত্বে সভাপতি শচীন্দ্রনাথ আচার্য, কোষাধ্যক্ষ তাপস বেরা, প্রকাশ জানাসহ দুই সংস্থার প্রতিনিধি দল বিতরণ করে।

        Share

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *