গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।মঙ্গলবার সকালে কলিকাতার এক বেসরকারি হাসপাতালে কোমরে চোট নিয়ে ভর্তি হয়ে দিন ১৫  অসুস্থতার মধ্যে শেষ নি:শ্বাস ত‍্যাগ করে গোবিন্দলোকে পাড়ি দেন শিক্ষাবিদ সমাজসেবী সংগঠক ও সাংবাদিক চিন্ময় নন্দ(৮০)। ভগবানপুর -২এর মুগবেড়িয়ায় তার জন্ম। পিতা পন্ডিত প্রবর জ্যোতির্ময় নন্দ ও মা সুবোধ বালার জৈষ্ঠ পুত্র চিন্ময়ের শিক্ষা মুগবেড়িয়া গঙ্গাধর হাই স্কুলে।বঙ্গবাসী কলেজ ও কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে গ্ৰাজুয়েট। ডিপ্লোমা ইন জার্নালিজম পাশ করে বাংলা ও ইংরেজি কয়েকটি পত্রিকায় স্বল্পকালীন ফ্রীলান্স সাংবাদিকতা করেন। দেউড়ীবাড় কিরণপ্রভা হাইস্কুল, চম্পাইনগর এস সি জুনিয়র হাইস্কুল প্রতিষ্ঠা এবং হরিপুর হাইস্কুল, জাহালদা,বিরোজাচরণ বিদ‍্যাপীঠ, মায়াপুর ঠাকুর ভক্তি বিনোদ ইন্সটিটিউশান এর উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। ধর্ম ও সংস্কৃতির ক্ষেত্রে সর্বভারতীয় বা আন্তর্জাতিক নানা প্রতিষ্ঠানের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। তাঁরই সম্পাদকীতায় উদযাপিত হয়েছে অনেক স্মরণীয় সর্বভারতীয় সংস্কৃতি ও স্মারক উৎসব। কলকাতায় ভারতীয় সংস্কৃতি সম্মেলন, যার প্রধান পৃষ্ঠপোষক ছিলেন ড: করণ সিং, সভাপতি ড: মহানামব্রত ব্রহ্মচারী এবং সহ-সভাপতি উড়িষ্যার মুখ্যমন্ত্রী হরেকৃষ্ণ মহতাব। নবদ্বীপ,পুরীসহ নানা স্থানে উদযাপিত হয়েছে মহাপ্রভুর পঞ্চশত বার্ষিকী ।সভাপতি ছিলেন ঐতিহাসিক ড:নিশীথরঞ্জন রায়। রাষ্ট্রপতি সর্দার জ্ঞানী জৈল সিং সহ বহু সম্মানীয় অতিথির উপস্থিতিতে। এছাড়া ভক্ত ও ভক্তি সিদ্ধান্ত সরস্বতী জন্মশতবার্ষিকী, মহানাম অঙ্গন প্রতিষ্ঠা, মহানামব্রত জন্মশতবার্ষিকী প্রভৃতি উদ্যোগে তিনিই সম্পাদকের দায়িত্ব পালন করেছেন ইসকন প্রতিষ্ঠানের সঙ্গেও তাঁর সম্পর্ক ছিল নিবিড়। জমিদার গঙ্গাধর নন্দ প্রতিষ্ঠিত নানা প্রতিষ্ঠানের ট্রাস্ট কমিটির নেতৃত্বে থেকে এবং অন্যান্য প্রতিষ্ঠানের মধ্য দিয়ে সমাজকল্যাণ কর্মে ব্রতী ছিলেন। নির্বাচনী রাজনীতিতে অংশ না নিলেও রাজনীতির সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। মৃত্যুকালে তিনি রেখে গেলেন স্ত্রী চার পুত্র দুই কন্যাসহ অসংখ্য গুণমুগ্ধ।  মুগবেড়িয়া জলমগ্ন হওয়ায় কোলকাতায় তার শেষকৃত‍্য  সম্পন্ন হয়। দাদার মৃত্যুর ভাই প্রাক্তন মৎস্য মন্ত্রী কিরণময় নন্দ উত্তর প্রদেশ থেকে কোলকাতা পৌঁছান, ভাই চৈতন্যময় নন্দ কোলকাতা থেকে সোস‍্যাল মিডিয়ায় প্রথম মৃত্যু সংবাদ জানান। তাঁর প্রয়াণে ভূপতিনগর সাহিত্য সংস্কৃতি পরিষদের পক্ষে সভাপতি তথা আঞ্চলিক ইতিহাস গবেষক মন্মথনাথ দাস ও সম্পদক কবি অজিত জানা, মুগবেড়িয়া কলেজের প্রাক্তন অধ্যাপক ড:রনঞ্জিত নায়ক তাঁর আত্মার চিরশান্তি কামনা করে সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *