গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।
এগরা-২এর দেশবন্ধু পঞ্চায়েতের এরেন্দা হাইস্কুল,রাজেন্দ্রচক ও উত্তরপন্থাই বন্যা প্লাবিত এলাকায় “পূর্ব মেদিনীপুর জেলা স্কুল ইউনিফর্ম মেকার্স এন্ড সাপ্লাইয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন” এবং এগরা শহর তৃণমূল শিক্ষক সংগঠনের উদ্যোগে ত্রাণ বিতরণ হয় মঙ্গলবার। ডিমের ঝোল ও ভাত রান্না করা খাওয়ার বিতরণ হয় ৬০০ পরিবারে। এগরা শহর তৃণমূল কংগ্রেস শিক্ষক সংগঠনের পক্ষে ২ হাজার মানুষের রান্না খাওয়ার এরেন্দা হাইস্কুল ও উত্তর পন্থাই ক্যাম্পে দেয়া হয়। সংগঠনের আহ্বায়ক ভক্তিপদ দাস ও রাজেশ দাস জানান- বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে এগরা শহর স্থিত বসবাসকারী শিক্ষকদের নিয়ে এই সংগঠন আজ সব্জি, ডিমের ঝোল ভাত বিতরণ করে।
উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান স্নেহলতা বর, উপ প্রধান আলোক মহাপাত্র, স্থানীয় পঞ্চায়েত সদস্য, শিক্ষক সংগঠনের সদস্য নবকুমার জানা, অরবিন্দ ঘোড়াই, সুতিকা প্রধান, সন্দীপ দাস, রবি রাউৎ প্রমুখ।ইউনিফর্ম মেকার্স এন্ড সাপলায়ার্স সংগঠনের পক্ষে রাজবিহারী দাস জানান- কয়েকদিন আগে পটাশপুর-১এ তারা শুকনো ঢ়খাবার বিতরণ করেছেন, এখানে রান্না করার পরিবেশ পেয়েছেন তাই রান্না খাবার পরিবেশন হচ্ছে। সংস্থার অন্যতম সদস্য অশোক কুমার প্রধান বলেন- আগামী দিনেও আমাদের এমন কর্মসূচি রয়েছে। ক্ষতির তুলনায় ত্রাণ অপ্রতুল, তাই তিনি অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠন’কে ও সহযোগিতার জন্য আহ্বান জানান। এলাকার মানুষের বিপদে পাশে দাঁড়ানোয় উপস্থিত সকলকে ধন্যবাদ জানান পঞ্চায়েতের উপপ্রধান আলোক মহাপাত্র।