গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।আজ এগরা শহীদ স্মরণ কমিটির উদ্যোগে শহরের সেন্ট্রাল বাসস্ট্যান্ডে মাতঙ্গিনীর পূর্ণাবয়ব মূর্তির কাছে তার ৭৯ তম প্রয়াণ দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়। সভাপতিত্ব করেন সুকুমার রায়। প্রতিকৃতিতে সভাপতির প্রতিকৃতিতে মাল্যদান ও কবি সুরকার হেমন্ত মাইতির থীম সং পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। মাতঙ্গিনী হাজরার জীবনী এবং স্বাধীনতা লাভের ক্ষেত্রে তার অবদান সম্পর্কে দীর্ঘ আলোচনায় অংশগ্রহণ করেন সম্পাদক প্রাক্তন প্রধান শিক্ষক কিশোর বসু, আইনজীবী প্রদীপ দাস মহাপাত্র, তপন কুমার মহাপাত্র, সুভাষচন্দ্র দে,পলাশ আচার্য, জগদীশ সাউ প্রমুখ। সভাপতি সুকুমার রায় বলেন- এগরা শহীদ স্মরণ কমিটিকে আরো বেশি প্রাণবন্ত ও গতিশীল হতে হবে, তাই তরুণদের প্রতি তিনি আহ্বান জানান। স্থায়ী সভাপতি প্রাক্তন মন্ত্রী অধ্যাপক প্রবোধ চন্দ্র সিংহ প্রতিকূল আবহাওয়ার মধ্যেও এই অনুষ্ঠান সু সম্পন্ন হওয়ায় দুরাভাষে উপস্থিত সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। সঞ্চালনায় শিক্ষক নন্দন রায়।