গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।বন্যা বিধ্বস্ত পটাশপুর-১ ও ২ এ’র পঞ্চায়েতে পঞ্চায়েতে প্রত্যহ রান্না খাবার ডিমের ঝোল, সাদা ভাত ও সবজি ৪ হাজার’কে বিতরণ চলছে “বালিঘাই জগন্নাথ জীউ সেবা সমিতি” তাদের “দুয়ারে দুয়ারে ত্রাণ” কর্মসূচিতে। পটাশপুর-১ এ এপর্যন্ত ৩০ হাজার মানুষ কে খাওয়ান হয়। বুধবার ও ৩হাজারের পরিবর্তে ১৫০০ চলছে। সোমবার থেকে পটাশপুর-২এর মথুরা পঞ্চায়েতের বুধিজোড়, পঞ্চগ্ৰাম, ফাজেলপুর, মদনমোহনপুর ক্যাম্প, চন্দন খালি, চকভোগী,ক্ষেত্রপাল এবং আড়গোয়াল, শ্রীরামপুর, সাউথখন্ড পঞ্চায়েত ঘুরে দেখে পরিস্থিতি বুঝে প্রত্যহ ৩ হাজারকে রান্না খাবার ৩টি গাড়িতে পরিবেশন চলছে। সংস্থা সম্পাদক আশীষ ধাওয়া বন্যা পীড়িত মা ও শিশুদের করুন আবেদনে সাড়া দিয়ে এবং পরিস্থিতির ভয়াবহতার কথা ভেবে ৩ হাজার জনের চিড়া, মুড়ি, বিষ্কুট, ও ৩ হাজার শাড়ি বাড়তি দেওয়ার আশ্বাস দেন। এ দিকে তার