গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।এগরা- ১এর আর বি সি পঞ্চায়েতের পুরুন্দা সমবায় কৃষি উন্নয়ন সমিতির মিনি ব্যাঙ্কিং পরিষেবার শুভ উদ্বোধন হয় আজ বুধবার। মঙ্গলদীপ জ্বেলে ফিতা কেটে ব্যঙ্কিং পরিষেবার উদ্বোধন করেন এলাকার বিধায়ক শিক্ষাবিদ তরুণ কুমার মাইতি। সঙ্গে উপস্থিত সমিতির দাদন ব্যাংক বিদ্যাসাগর সেন্ট্রাল কো-অপারেটিভ এর সম্পাদক প্রদীপ পাত্র, ব্যাংকের অন্যতম ডাইরেক্টর তথা এগরা-২পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ প্রধান। স্থানীয় পঞ্চায়েত প্রধান রেনুকা দাস মহাপাত্র, উপ-প্রধান যোগেন্দ্রনাথ মাইতি, ব্লক কো অপারেটিভ ইন্সপেক্টর বিশ্বজিৎ দাস প্রমুখ। সভাপতিত্ব করেন সমিতির সভাপতি তথা পানিপারুল বিদ্যাসাগর সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাংকের এ্যাকাউন্টটেন্ট কার্তিক চন্দ্র জানা। সম্পাদক অনিরুদ্ধ পন্ডা তার স্বাগত বক্তব্যে জানান- সমিতির ডেলিগেট-৪৯, সদস্য সংখ্যা-১১৫০,বাঙ্কে লগ্নি ৬ কোটি টাকা, বোরো ও আমনে দাদন -২কোটি। সমিতির এস এইচ জি গ্রুপ -২৭টি। উদ্বোধক তার বক্তব্য সাধারণ মেহনতি মানুষের আর্থিক বিকাশে সমবায় সমিতির গুলির ভূমিকা স্মরণ করিয়ে তাদের পুঞ্জি সুরক্ষায় কর্মীদের সতর্ক থাকার পরামর্শ দেন। শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান সমিতির ম্যানাজার সনাতন প্রধান।