গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।এগরা সারদার শশিভূষণ কলেজ পরিচালন কমিটির প্রথম সভা ও ইউ জি সির অর্থানুকুল্যে আধুনিক কনফারেন্স হলের উদ্বোধন হয় আজ বুধবার। সভায় পৌরোহিত্য করেন পরিচালন কমিটির সভাপতি এলাকার জনপ্রিয় বিধায়ক শিক্ষাবিদ তরুণ কুমার মাইতি। উপস্থিত ছিলেন কমিটির সরকার প্রতিনিধি প্রখ্যাত শল্যচিকিৎসক ডা: বাদল অশ্রু ঘাটা ও কাঁথি পি কে কলেজের বাংলা বিভাগীয় প্রধান ডঃ ভুটানচন্দ্র ঘোষ, কলেজের শিক্ষক প্রতিনিধি অধ্যাপক ড: সুদীপ্ত ঘোড়াই, অধ্যাপক ডঃ সুনীল যাদব, অধ্যাপক পথিক প্রধান ও শিক্ষাকর্মী প্রতিনিধি তাপস লাল দাস। দুর্যোগের কারণে বিশ্ববিদ্যালয়ের দুই প্রতিনিধি অনুপস্থিত থাকায় কমিটির ৯ সদস্যের

    ৭জন অংশগ্রহণ করেন। উপস্থিত সকলকে পুষ্পস্তবক ও উত্তরীয় দিয়ে সম্মাননা জ্ঞাপন করেন কলেজ পরিচালন কমিটির সম্পাদক অধ্যক্ষ ড: দীপক কুমার তামিলি। এরপর ইউ জি সি থেকে প্রাপ্ত ৭ লক্ষ টাকায় ডেডোরেটেড অত্যাধুনিক কনফারেন্স হলটির ফিতা কেটে উদ্বোধন করেন সভার সভাপতি তরুণ কুমার মাইতি। এলাকার গৌরবোজ্জ্বল শিক্ষা প্রতিষ্ঠানের অতীত গৌরব রক্ষায় ও তার উত্তরোত্তর শ্রীবৃদ্ধিতে সকলে ঐক্যমতে পথচলার অঙ্গীকার করেন। শেষে সকলকে ধন্যবাদ জানান কলেজ অধ্যক্ষ ড: তামিলি।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *