রাজকুমার মহাপাত্র: দৈনিক আবেশভূমি: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।কথা দিয়ে কথা রাখলেন বালিঘাই জগন্নাথজীউ সেবা সমিতির কর্ণধার সমাজসেবী আশীষ ধাওয়া। কেলেঘাই’র জলে প্লাবিত পটাশপুর-১ এবং ২ এর বানভাসিদের “দুয়ারে দুয়ারে ত্রাণ” কর্মসূচি’তে ৬৪ হাজার রান্না খাবার বিতরণে গিয়ে তিনি মায়েদের অসুবিধার কথা মাথায় রেখে পুজোয় নতুন শাড়ি উপহার দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। সেই মতো নবমী’তে পটাশপুর-১ ও ২এ নতুন শাড়ী

    বিতরন করেন । মথুরা পঞ্চায়েতের পঞ্চগ্রাম শিক্ষানিকেতন, মদনমোহনপুর দ্রৌপদী সুন্দরী প্রাথমিক বিদ্যালয়, হাকিমপুর প্রাথমিক বিদ্যালয়, বুধিজোড় এবং চন্দন খালি’তে, পটাশপুর-১এর অমর্ষি-২, চিস্তিপুর-১ ও ২ এ নতুন শাড়ি উপহার মায়ের হাতে সরাসরি তুলে দেন। মথুরা পঞ্চায়েতে’র কেন্দ্রগুলিতে এই কর্মসূচির উদ্বোধন করেন আশীষ ধাওয়া। সঙ্গে স্ত্রী তনুশ্রী ধাওয়া,মথুরা পঞ্চায়েত প্রধান অমিত কুমার মণ্ডল, এগরা প্রেসক্লাবের সম্পাদক গৌরীশংকর মহাপাত্র, পঞ্চায়েত সদস্য কৃষ্ণেন্দু রায় চৌধুরী, স্থানীয় পঞ্চায়েত সদস্য সদস্যা, সেবা সমিতি পরিচালিত “জগন্নাথ কলা কেন্দ্র”এর অধ্যক্ষা চন্দনা জানা,শিক্ষিকা মৌমিতা দাশ পাহাড়ি, শিক্ষিকা সাথী জানা, রুনু করণ, পূজা করণ প্রমুখ। পটাশপুর-১এ ও
      অনুরূপ শাড়ী উপহার দেওয়া হয়। মায়ের সঙ্গে আসা সব শিশুকে দিলেন মুঠো চকলেট ও বিষ্কুট প‍্যাকেট।
       
      সেবাসমিতি এদিন দাউদপুর দূর্গোৎসব কমিটিতে ১৬০ জন’কে নতুন বস্ত্র এবং দুব্দা যুব গোষ্ঠীর পূজা প্যান্ডেলে ডেঙ্গু প্রতিরোধে ১৫০কে মশারি বিতরণ হয়। সেবা সমিতির অধীন দাউদপুর দুর্গোৎসব, বালিঘাই বিবেকানন্দ ব্যায়ামাগার, বালিঘাই প্রগতি সংঘ, ভবানীচক মৈত্রী সংঘ, ধনেশ্বরপুর যুব সংঘ,দুব্দা যুব গোষ্ঠী এই ৯ ক্লাবকে আর্থিক সহায়তা বাবদ ১ লক্ষ২০ হাজার
        টাকা তুলে দেওয়া হয়।
        সম্পাদক আশীষ বাবু জানান- তিনি তার উপার্জনের অর্থে সেবাসমিতি দিয়ে অসহায় মানুষদের পাশে এ ভাবেই দাঁড়ান, যত দিন বাঁচবেন অসহায়দের পাশে তিনি অনুরূপভাবে দাঁড়াবেন। বানভাসি’দের পাশে এভাবেই সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায়, কর্মসূচি শেষে সেবা সমিতির সম্পাদক সহ উপস্থিত সকলকে ধন্যবাদ জানান পঞ্চায়েত প্রধান শ্রী মণ্ডল।
          বুধিজোড় গ্ৰামে এন ডি আর এফ টিমের ভুট ভুটি’তে বন‍্যা পরিদর্শন কালে সম্পাদকের কোলে আসা সেই ছোট্ট মেয়েটির সন্ধান নিয়ে তার হাতে যাত্রা খরচ তুলে দিচ্ছেন আশীষ বাবু।

          Share

          Leave a Reply

          Your email address will not be published. Required fields are marked *