
গৌরীশঙ্কর মহাপাত্র: দৈনিক আবেশভূমি: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।এগরা-১এর জুমকী অঞ্চল টোটো ইউনিয়নের উদ্বোধন ও বিজয়ার শুভেচ্ছা বিনিময় হয় শনিবার। ফিতা কেটে টোটো ইউনিয়নের উদ্বোধনসহ বিশাল মিছিলের সূচনা করেন এগরার বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি তরুণ কুমার মাইতি।ছিলেন দলের জুমকী অঞ্চল সভাপতি তথা স্থানীয় উপ প্রধান উদয়শংকর সর, যুব নেতা বাবুল শাহ, প্রাক্তন কর্মাধ্যক্ষ ঈতীশচন্দ্র দে, শ্রমিক সংগঠনের ঝাড়েশ্বর পন্ডা ও সুবল করণ প্রমুখ। অঞ্চলের ৭৬ টি টোটোর মালিক ও কর্মচারী অংশগ্রহণ করে। বিধায়ক তাদের সুবিধা-অসুবিধা শোনেন, সকলকে সংগঠিত ও দলের নিয়ম-নীতি মেনে চলার পরামর্শ দেন। সুবিধা ও অসুবিধায় তিনি পাশে থাকার আশ্বাস দেন শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান দলের অঞ্চল সভাপতি শ্রী সর।