গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।পটাশপুর-২এর শ্রীরামপুর পঞ্চায়েতের বাগমারীতে (এস ডাব্লিউ এম)  সলিড ওয়ষ্ট ম‍্যানেজম‍্যান্ট প্রকল্পে বাড়িতে বাড়িতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনার উদ্বোধন হয় শুক্রবার। এই প্রকল্পের উদ্বোধন করেন পটাশপুরের বিধায়ক উত্তম বারিক, সঙ্গে জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ মৃনালকান্তি দাস, বিডিও শঙ্কু বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দন সাউ,শ্রীরামপুর পঞ্চায়েত প্রধান গৌতম জানা, উপপ্রধান ডা: দিলীপ রায়, সাউথখন্ড পঞ্চায়েত প্রধান বিজনবন্ধু বাগ,প্রাক্তন কর্মাধ‍্যক্ষ স্বপন কুমার মাইতি, সমাজসেবী মানস রায়, পঞ্চায়েত সদস্য সত‍্যেশ্বর নন্দী সহ পঞ্চায়েতগণ। উদ্বোধক তার বক্তব্যে জানান আই এস জি পি পি’র এই প্রকল্পে পরিবারগুলির কঠিন বর্জ্য পদার্থ সংরক্ষণের জন্য পাঁচটি সংসদের প্রায় ১৫০০(দেড় হাজার) পরিবারকে দুটি করে চাপা দেয়া ট‍্যাব (কন্টেনার ) দেওয়া হবে। সেখানে তারা এই বর্জ্য গুলিকে সংরক্ষিত করে রাখবেন। সপ্তাহের নির্ধারিত দিনে পঞ্চায়েতের ব‍্যবস্থা পনায় রিক্সা যোগে বাড়ি বাড়ি থেকে ঐগুলিকে সংগ্ৰহ করে পঞ্চায়েত নির্দিষ্ট ভ‍্যাটে নিয়ে গিয়ে নষ্ট করা হবে।  পঞ্চায়েতের এক্সিকিউটিভ সুনির্মল  মিত্র জানান (আই এস জি পি পি) অর্থাৎ পঞ্চায়েতে প্রাতিষ্ঠানিক স্বশক্তিকরন  প্রকল্পে ব‍্যায় প্রায় ২২লক্ষ।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *