গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।কাঁথির নার্সারী জগতের পথিকৃৎ, প্রধান শিক্ষক ও সংগঠন গৌরবরন ভূঁইয়া(৭৯)। ১ জুন নিজের আঠিলাগড়ি স্থিত বাসভবনে ছাদ থেকে পড়ে মাথায় চোট পান। পরিবারের পক্ষে কলকাতার পিজি হাসপাতালে ভর্তি করা হয়। টানা ১১দিন যমে মানুষের টানাটানি শেষে তিনি পাড়ি দেন না ফেরার দেশে। শনিবার রাত্রি ৯টায় তাঁর মৃত‍্যু হয়।রবিবার তার মরদেহ তাঁর প্রতিষ্ঠিত নিউ কন্টাই নার্সারী স্কুলে আনা হলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীমকান্তি দাস, প্রাক্তন প্রধান শিক্ষক প্রণত কুমার মন্ডল, সম্পাদক সুধাংশু শেখর দাস, শিক্ষক-শিক্ষিকা শিক্ষাকর্মী তাঁর মরদেহের পুষ্পার্ঘ্য নিবেদন করে শেষ শ্রদ্ধা এবং সন্তপ্ত পরিবার বর্গ কে সমবেদনা জানান। তিনি কাঁথিতে প্রথম কন্টাই নার্সারী, নিউ কন্টাই শাড়ী এবং শেষে স্কলার নার্সারী একাডেমী প্রতিষ্ঠা করে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষা প্রসারে অগ্রণী ভূমিকা নেন। তার এই বিশেষ অবদানের জন্য কাঁথির আবাল বৃদ্ধ বনিতা তাঁকে নার্সারী জগতের পথিকৃৎ বলেই মানে। নিরহংকারী স্বল্পভাষী, দক্ষ সংগঠক এর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া। মৃত্যুকালে তিনি রেখে গেলেন স্ত্রী, দুই কন্যা, এক পুত্র সহ অসংখ্য ছাত্র-ছাত্রী ও গুণমুগ্ধ। রাজ্যের মৎস‍্যমন্ত্রী অখিল গিরির এবং কাঁথি পৌরসভা উপ পৌরপ্রধান সুপ্রকাশ গিরি তার মৃত্যুতে শোক জ্ঞাপন করেন সন্তপ্ত পরিবার বর্গকে সমবেদনা জানিয়ে বলেন গৌরবাবু কাঁথি নার্সারী জগতের পথিকৃৎ, তার পড়ানোর পদ্ধতি অনুকরণীয়। তাঁর মৃত্যু এলাকায় শিক্ষাক্ষেত্রে অপূরণীয় ক্ষতি। তার স্মৃতিতে সোমবার বিদ‍্যালয় ছুটি ঘোষণা করেন প্রধান শিক্ষক।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *