
গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।কাঁথি কিশোর নগর শচীন্দ্র শিক্ষা সদনের গভর্মেন্ট স্পন্সর স্কুল ম্যানেজিং কমিটির প্রথম মিটিং হয় আজ বুধবার। কাঁথি নতুন চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক চিরঞ্জিত সাঁতরা এতদিন প্রশাসকের দায়িত্বে ছিলেন। তিনি এ দিন চার্জ হ্যান্ডওভার করলেন নতুন প্রেসিডেন্ট কাঁথি পৌরসভার কাউন্সিলর নিত্যানন্দ মাইতি মহোদয়কে। উপস্থিত ছিলেন রাজ্য সরকার মনোনীত সদস্য গিমাগেড়্যা হাইমাদ্রাসার প্রাক্তন শিক্ষক আহমেদ হোসেন আলী শাহা ও প্রাক্তন হেল্থ ফুড ইন্সপেক্টর কালিপদ জানা। স্বাগত জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা নতুন পরিচালন কমিটির সম্পাদক রাধা মাধব দাস। তিনি শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং আগামী দিনে বিদ্যালয়ের শ্রীবৃদ্ধিতে সকলের সহযোগিতা কামনা করেন।