গৌরীশংকর মহাপাত্র :দৈনিক আবেশভূমি :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।নবধারা ট্রাষ্টের উদ্যোগে হেঁড়িয়া শিবপ্রসাদ ইনস্টিটিউশান এর আনন্দভবনে শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হলো বৃক্ষ পরিণয় উৎসব ৷আমাদের বাঁচিয়ে রেখেছে প্রকৃতির সবুজ বৃক্ষ; শ্বাস-প্রশ্বাস থেকে সকল খাদ্য দ্রব্য ৷ প্রকৃতির কোলে যাতে সেই বৃক্ষ জন্মলাভ করে আনন্দে থাকে আনন্দে বাঁচে তার এক মোহময়ীরূপে উপস্থাপিত করা হয় নবধারা-র ছাত্র-ছাত্রীদের মাধ্যমে এবং অজস্র গুণীজন ও অভিভাবক, অভিভাবিকাদের উপস্থিতিতে৷
ছিলেন বিমান কুমার নায়ক, ড. বিষ্ণুপদ জানা, সুমন নারায়ন বাকরা, সুদর্শন সেন, সমরেশ সুবোধ পড়িয়া, অর্চিতা মির্দা, মিলন সিনহা, কৃষ্ণা সিনহা, দুর্গা দাস, প্রীতম সামন্ত, সম্রাট মহাপাত্র, উত্তম কুমার গুড়িয়া, কমলাকান্ত পাল, জলধর নায়ক প্রমুখ।সুন্দর শোভাযাত্রার মাধ্যমে শুরু হয় এই নান্দনিক অনুষ্ঠান৷ হেঁড়িয়া হাইস্কুল থেকে শুরু করে হেঁড়িয়া বাজার পরিক্রমা করা হয় সুসজ্জিত পাল্কি সহ নৃত্যের তালে তালে৷ বৃক্ষ পরিণয় অনুষ্ঠানের শেষে মঞ্চে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান; গুণীজনের বক্তব্য, ছাত্রছাত্রীদের নৃত্য, সঙ্গীত, আবৃত্তি, কবিতাপাঠে অনুষ্ঠানটি মনোজ্ঞ হয়ে ওঠে।আয়োজক সংস্থা নবধারা-র পক্ষে সমীর পন্ডা ও রূদ্র পন্ডা সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন৷

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *