গৌরীশংকর মহাপাত্র:দৈনিক আবেশভূমি :এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর।পটাশপুরের বিধায়ক উত্তম বারিক এবং পটাশপুর ১ ও ২ পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে ৯ই আগষ্ট ৪২ এর ভারত ছাড়ো আন্দোলনের ৮০ তম বর্ষপূর্তি ও বিশ্ব আদিবাসী দিবস উদযাপন উপলক্ষে রক্ত দান শিবির ও বস্ত্র বিতরণ অনুষ্ঠান হয় মঙ্গলবার। কর্মসূচিতে উৎসব উপলক্ষে বিধান সভা এলাকার ১০০০ মানুষের হাতে ধূতি শাড়ী ও লুঙ্গি সহ নতুন উদ্বোধন করেন বিধায়ক তরুণ কুমার মাইত ও বিধায়ক উত্তম বারিক।

    উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ‍্যক্ষ মৃনাল কান্তি দাস, পটাশপুর- ১ পঞ্চায়েত সমিতির সভাপতি নমিতা বেরা, সহ-সভাপতি পীযূষ কান্তি পন্ডা, জেলা পরিষদ সদস্য পটল আদক ও টুনিবালা পন্ডিত, অমর্ষি-২ প্রধান নিলম মাইতি, বড়হাট পঞ্চায়েত প্রধান দীপক মহাপাত্রসহ  পটাশপুর-১ব্লকের প্রধানগন, সমাজসেবী বিনয় পট্টনায়ক, দুর্গাপদ পাহাড়ী, স্বপন কুমার মাইতি, উপ প্রধান প্রনব কর প্রমুখ। রক্তদান শিবিরে ১২২ জন রক্তদান করেন। এগরা ব্লাড ব‍্যঙ্ক রক্ত সংগ্ৰহ করে। ১৯৪২ এর ৯ই আগস্ট ভারত ছাড়ো আন্দোলনে পটাশপুর থানা দখল ও স্বাধীনতা আন্দোলনে কালিপদ রায় মহাপাত্র, প্রসন্নকুমার ত্রিপাঠীসহ স্বাধীনতা সংগ্ৰামীদের বর্ণময় কর্মজীবন অতিথিদের আলোচনায় উঠে আসায় উপস্থিত সকলে সমৃদ্ধ হন।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *