গৌরীশংকর মহাপাত্র :দৈনিক আবেশভূমি:মেদিনীপুর পূর্ব পশ্চিম।দুদিনের প্রবল নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টিতে বন্যার আকার নিয়েছে। জেলার বিভিন্ন প্রান্ত বিশেষ করে রামনগর ২ নম্বর ব্লকের কালিন্দী গ্রাম পঞ্চায়েত এলাকার গদাধরপুর গ্রামের বেশিরভাগ অংশই জলের তলায়। এই প্রবল বর্ষণের ফলে রাস্তায় জল উঠেছে, এর সাথে ডুবেছে মাছের ভেড়ী পুকুর, নষ্ট হয়েছে আমন চাষ। সরকারি মতে এখনো পর্যন্ত কত বিঘা জমি ক্ষতিগ্রস্ত জানা যায়নি, পাশাপাশি বিভিন্ন ধরনের কলকারখানা গুলিতে ও জল উঠেছে। জল নিকাশি নিয়ে গদাধরপুর গ্রামের বাসিন্দারা বহুবার ব্লক প্রশাসন ও পঞ্চায়েতের কাছে দারস্ত হয়েছেন তা সত্ত্বেও সরকারের তরফে জল নিকাশি নালা পরিষ্কার করার কোন উদ্যোগ দেখা যায়নি। স দুদিনের প্রবল বৃষ্টিতে গৃহবন্দী হয়েছে বহু পরিবার। এই চাষের ফসল ক্ষতি হওয়ায় কৃষকদের মাথায় হাত।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *