গৌরীশংকর মহাপাত্র:দৈনিক আবেশভূমি:মেদিনীপুর পূর্ব পশ্চিম।এগরা শহীদ স্মরণ কমিটির উদ্যোগ স্বামী বিবেকানন্দের ১৬১ তম জন্মদিন যথাযথ মর্যাদায় পালিত হয় বৃহস্পতিবার সকালে এগরা দীঘা মোড়ে শহীদ স্মরণ পার্কে। সভাপতিত্ব করেন সুভাষচন্দ্র দে। স্বামীজীর মূর্তিতে মাল্যদান করেন সংস্থা সম্পাদক প্রাক্তন প্রধান শিক্ষক কিশোর কুমার বসু সহ সকল

    অতিথিগণ। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন কবি সুরকার হেমন্ত মাইতি।স্বামীজীর আদর্শ এবং শহীদ স্মরণ কমিটির উদ্দেশ্য সম্পর্কে বক্তব্য রাখেন অধ্যাপক হৃষিকেশ পয়ড়‍্যা,সহ-সভাপতি সুকুমার রায়, আইনজীবী প্রদীপ দাস মহাপাত্র, প্রাক্তন শিক্ষক হরেন্দ্রনাথ মাইতি ও শৈলেন্দ্রনাথ মাইতি, শিক্ষক নেতা দেবাশীষ জানা, বিদ‍্যাসাগর ব‍্যাঙ্কের অবসরপ্রাপ্ত আধিকারিক আশীষ কুমার দাস, যুবনেতা অজয় কুমার দুয়ারী, সুজিত কুমার
      সিনহা, নন্দন রায় প্রমূখ
      শহীদ স্মরণ কমিটির স্থায়ী সভাপতি রাজ্যের প্রাক্তন পরিষদীয় মন্ত্রী অধ্যাপক প্রবোচন্দ্র সিনহা দুরাভাষের অনুষ্ঠানের সফলতা কামনা করেন স্বপন কুমার নায়ক মঞ্চে উপস্থিত হয়ে শহীদ স্মরণ কমিটিকে অভিনন্দন জানান।সমাপ্তি সংগীত পরিবেশন করেন নির্মলেন্দু নন্দ। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় প্রতাপচন্দ্র পন্ডা। ধন্যবাদ জ্ঞাপন করেন অধ্যাপক নির্মল চন্দ্র জানা।

        Share

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *