গৌরীশংকর মহাপাত্র :দৈনিক আবেশভূমি:মেদিনীপুর পূর্ব পশ্চিম।টক টু এম এল এ তে অভিযোগ শোনার পর ৫টী প্রাইমারী স্কুলে কম্পিউটার এর ব্যবস্থাসহ তেঘরিতে বেহাল রাস্তা সংস্কারের জন্য ২৩ লক্ষ টাকার টেন্ডার হয়েছে কাজ ও হবে দ্রুত।যে ৫টি প্রথমিক বিদ‍্যালয়কে কম্পিউটার এর ব্যবস্থা এগরার বিধায়ক তথা পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি তরুণ কুমার মাইতি করলেন সে গুলি হল, দাউদপুর বীণাপাণি,তাজপুর সম্মিলিত আত্ময়িক, খেজুরদা প্রাথমিক, তেঁতুলিয়াগিরি প্রাথমিক, চিরকুনপাদা প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয় গুলি এগরা-২এর এগরা দক্ষিণ চক্রের। বৃহস্পতিবার যুগনায়ক স্বামী বিবেকানন্দের ১৬১ তম জন্মদিনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ভারপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকার হাতে কম্পিউটার গুলি তুলে দেন বিধায়ক তার পানিপারুল

    বিধায়ক কার্যালয়ে । বিধায়ক ব্যক্তিগতভাবে একটি স্কুলের প্রধান শিক্ষক হওয়ায় সর্বশিক্ষা মিশনের সমস্ত কাজগুলি যথাযথ করতে প্রাথমিক বা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সমস্যার সম্মুখীন হতে হয় তা তা তিনি উপলব্ধি করেছেন‌। মাধ্যমিক স্কুল গুলির পরিকাঠামো থাকলেও রাজ্যজুড়ে সরকারি প্রাথমিক গুলির তেমন পরিকাঠামো নেই। প্রাথমিক স্কুলগুলির কাছে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে তিনি রাজ্যে একটি দৃষ্টান্ত স্থাপন করলেন। প্রতিটি কম্পিউটারে আনুমানিক ব‍্যায় ৪০ হাজার টাকা। বিধায়কের অনুরোধে একটি কোম্পানী এই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বলে সংবাদ মাধ্যমকে জানান।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *