আবেশভূমি:- স্কুলের চাল চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়লো তৃণমূল নেতা স্কুলের ডি গ্ৰুপ কর্মচারী। বুধবার ঘটনাটি ঘটে পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের নেগুয়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার নেগুয়া সুন্দর নারায়ণ হাই স্কুলের গ্ৰুপ ডি স্টাফ তথা তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য মানিক বেরা স্কুলের মিড ডে মিলের চাল টোটোতে করে বাড়ি নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হয়। জিজ্ঞাসা করতে গেলে মানিক বেরা সেখান থেকে পালিয়ে স্কুলের মধ্যে ঢুকে আত্মগোপন করে। টোটো চালককে স্থানীয়রা জিজ্ঞাসা করলে সমস্ত সত্যি বেরিয়ে আসে। ঐ চাল চুরি করে দোকানে বিক্রি করার উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিলো বলে অভিযোগ স্থানীয় এলাকাবাসীদের। মোট ৮ বস্তায় প্রায় ৪ কুইন্টাল মিড-ডে-মিলের চাল স্কুল থেকে সরিয়ে বিক্রি করার ফন্দি এঁটেছিল ।

    ঘটনার কথা জানাজানি হতেই নেগুয়া বাজারে প্রচুর মানুষ এসে ভিড় জমায়। উত্তেজিত জনতা স্কুল ঘেরাও করে বিক্ষোভ দেখায়। নেগুয়া পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ এসে ঐ টোটো চালককে আটক করে নিয়ে যায়। পরে অভিযুক্ত তৃণমূল নেতাকে প্রশ্ন করা হলে তিনি বলেন এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। আমাকে ফাঁসানোর জন্য চক্রান্ত করা হচ্ছে।

     

    এই বিষয়ে প্রধান শিক্ষক এবং যিনি মিড ডে মিলের দায়িত্বে আছেন তিনি বলতে পারবেন। আমি কিছু জানিনা। স্থানীয় বিজেপির মন্ডল সভাপতি বিমল শিট বলেন, আগে থেকেই এরকম চুরি হচ্ছিল আজ সেটা প্রমাণিত হল। এর আগেও আমরা এস আই অফিস ও বিডিও অফিসে জানিয়েছি। কিন্তু প্রামানের এভাবে কিছু করা যায়নি। প্রশাসনের কাছে আমাদের দাবী দোষীদের শাস্তি চাই, তা না হলে আগামীকাল থেকে স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ নামা হবে।

    এগরা ১ পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয়রাজ বলেন আমি আপনাদের মুখে শুনলাম জেনে কাল বলব,সহ সভাপতি সত্য চক্রবর্তী বলেন বিষয়টি জেনেছি , আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, দোষী যেকোনো দলের কর্মী হতে পারে, সেটা কোনো বিষয় নয়। যদি অভিযুক্ত তৃণমূলের সাথে যুক্ত হন নিশ্চিতভাবে দল উপযুক্ত ব্যবস্থা নিবে। ক এ প্রসঙ্গে যোগাযোগ করা হলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরূপণ গিরি এবং পরিচালন কমিটির সভাপতি অর্ধেন্দু দাশকে জানতে চাইলে তাঁরা জানান খবর পাওয়ার পরেই আমরা বিদ্যালয়ে আসি। এখনো বিদ্যালয়ে রয়েছি। আমরা মেড ডে মিলের গোডাউন খুলে স্টক রেজিস্টার মত সাড়ে ৪৬ বস্তা চাল থাকার কথা তা রয়েছে । আমাদের বিদ্যালয় থেকে চাল বেরায় নি আমাদের বিদ্যালয়ের কোন কর্মী এই ঘটনায় যুক্ত নয়। এগরা ১ ব্লকের বিডিও দূর্গাপ্রসাদ ঘোষ বলেন ওখানে একটি চালের অভিযোগ পেয়েছি কাল ভিজিটের পর বিষয়টি স্পষ্ট হবে কোথাকার কি।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *