দৈনিক আবেশভূমি,গৌরীশংকর মহাপাত্র:-যোগোদা সৎসঙ্গ পালপাড়া কলেজে শিক্ষক শিক্ষণ বিভাগ আয়োজিত আর্ট এন্ড ক্র্যাফটের দুইদিনের কর্মশালার উদ্বোধন হয় ৩১জুলাই বুধবার।পাশাপাশি বার্ষিক পত্রিকা ‘ সৃজন ছন্দে ‘ র প্রকাশ হয়। বার্ষিক পত্রিকার আবরণ উন্মোচন করলেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ প্রফেসর ড: প্রদীপ্ত কুমার মিশ্র ।উপস্থিত ছিলেন বাংলা বিভাগের অধ্যাপিকা ডাঃ শ্রীমতী পণ্ডিত, অর্থনীতি বিভাগের অধ্যাপক ডাঃ তুষার কান্তি মণ্ডল, শিক্ষক শিক্ষণ বিভাগের অধ্যাপক ডাঃ শেখ মনিরুল ইসলাম , অধ্যাপক ডাঃ আশীষ ঘোষ এবং বিভাগের অধ্যাপকবৃন্দ। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন বিভাগের অধ্যাপিকা সমীক্ষা ঘোষ।
অধ্যক্ষ প্রফেসর ডক্টর প্রদীপ্ত কুমার মিশ্র তাঁর আজকের বক্তব্যের মধ্যে ভারতীয় সংস্কৃতি সম্পর্কে শিক্ষার্থীদের মনে আগ্রহ তৈরির চেষ্টা করেন। তুষার কান্তি মণ্ডল বক্তব্যে বার্ষিক পত্রিকা প্রকাশের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। বক্তব্যে শ্রীমতী পণ্ডিত শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেন। সমগ্ৰ অনুষ্ঠান পরিচালনায় বিভাগীয় প্রধান ড: অমিত কুমার মাইতি।