গৌরীশংকরমহাপাত্,মুগবেড়িয়া:-মুগবেড়িয়া সেন্ট্রাল কো অপারেটিংভ ব্যাঙ্কের ৮ম অর্ধ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় ব্যাঙ্কের প্রধান কার্যালয়ে । পৌরোহিত্য করেন ব্যাঙ্কের চেয়ারম্যান তথা বিধায়ক অর্ধেন্দু মাইতি।স্বাগত ভাষণে ব্যাঙ্কের জেনারেল ম্যানাজার বাসুদেব কর ব্যাঙ্কেরধারাবাহিক সাফল্য তুলেধরে জানান বিগত বছরের তুলনায় এবার লাভের পরিমান বেশি। গ্ৰাহক পরিষেবা জনমুখী করতে দ্রুত মোবাইল এটিএম পরিষেবা চালু হবে। এতে হাটে বাজারে রাস্তা ঘটে ও গ্ৰাহকগণ পরিষেবা পাবেন, জেলায় এটি এম পরিষেবা এই ব্যাঙ্ক প্রথম শুরু করেছে, এখন তিনটি শাখায় এটি এম সুবিধা রয়েছে ,আগামী দিনে সব শাখা এটি এম ও শীততাপ নিয়ন্ত্রিত হবে।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাইরেক্ট দেবোপম প্রধান, দীলিপ পযড়্যা,বিমল কৃষ্ণ সামন্ত,শংকর বাগ,পরমেশ্বর মন্ডল,জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ তথা ডাইরেক্টর অনুরাধা নন্দ গোস্বামী প্রমুখ ।সকলে বক্তব্যে ব্যাঙ্কের শ্রীবৃদ্ধিতে তাদের সুচিন্তিত মতামত দেন। চেয়ারম্যান শ্রী মাইতিএই সফল্যের জন্য কর্মচারীদের শ্রম ওদক্ষতার প্রসংশা করেন। শেষে সকলকে ধন্যবাদ জানান বাঙ্কের ভাইস চেয়ারম্যান নিতাই ভূঞ্যা।