গৌরীশংকর মহাপাত্র, এগরা : বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীন বেলদা কলেজে এক দিনের রাজ্যস্তরীয় সেমিনার অনুষ্ঠিত হয় সোমবার। “বাংলা ভাষা ও সাহিত্যের গতি প্রকৃতি ও ভবিষ্যৎ”শীর্ষক আলোচনা পৌরোহিত্য করেন দাঁতন ভট্টর কলেজের প্রাক্তন অধ্যাপক যতীন্দ্রনাথ মিশ্র। স্বাগত ভাষণে বেলদা কলেজের বিভাগীয় প্রধান অধ্যাপক দেবাঞ্জন দাস আলোচ্য বিষয়ের মূল সম্ভাবনা গুলি তুলেধরে দিক নির্দেশ করেন।
বিষয় কেন্দ্রীক আলোচনা করেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড সুখেন বিশ্বাস, “বাংলা কবিতার ” উঠে আসে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড পীযূষ পোদ্দারের বক্তব্যে। সেন্ট জেভিয়ার্স কলেজের বাংলাভাষার অধ্যাপক ড দেবাশিস ভট্টাচার্যে পৌরোহিত্যে দ্বিতীয় পর্বের আলোচনায় “সাম্প্রতিক কালের বাংলা লিটল ম্যাগাজিনের গতি প্রকৃতি”র তথ্যধর্মী বিশ্লেষণ তুলে ধরেন সেন্ট জেভিয়ার্স কলেজের কবি অধ্যাপিকা ড সুদক্ষিণা বসু, “একুশ শতকে দুই দশকের বাংলা কবিতার রূপ রেখাও ভবিষ্যত” নিয়ে মনোজ্ঞ আলোচনা করেন পালপাড়া যোগদা সৎসঙ্গ মহাবিদ্যালয়ের বাংলাভাষা বিভাগীয় প্রধান অধ্যাপক ড মৃনালকান্তি দাস, আলোচনায় অংশ নেন খড়্গপুর কলেজের অধ্যাপক ড কৌশিক ঘোষ।
দুটি পর্বের সঞ্চালনায় নজর কাড়েন অধ্যাপক কার্তিকচন্দ্র খাড়া ও অধ্যাপক স্বপন কুমার সাহু। বিশ্ববিদ্যালয় অনুমোদিত বেলদা কলেজের বাংলা বিভাগ আয়োজিত স্মাতক ও স্মাতকোত্তর এই এক দিনের সেমিনারে এগরা সা্রদা শশিভূষণ, কাশমূলী, সুবর্ণরেখা,দাঁতন ভট্টর,কাঁথি পি কে, খড়্গপুর, পালপাড়া, বাজকূল মিলনী কলেজের প্রায় ২৫০ ছাত্র -ছাত্রী,অধ্যাপক -অধ্যাপিকা অংশ নেন। সেমিনার সুসম্পন্ন হওয়ায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানান আয়োজক কলেজের বিভাগীয় প্রধান অধ্যাপক দেবাঞ্জন দাস।