জন নায়ক আচার্য হেমন্ত দত্তের জন্ম শতবার্ষিকী উদযাপন
আবেশভূমি : জন নায়ক আচার্য হেমন্ত কুমার দত্ত জন্ম শতবর্ষ পূর্তি অনুষ্ঠান হয় ১ অক্টোবর মঙ্গলবার। সভায় পৌরোহিত্য করেন দীপক কুমার দাস। মঙ্গল দীপপ্রজ্জ্বলনে মহতী অনুষ্ঠানের উদ্বোধন করেন দীঘা চক্রের বিদ্যালয় পরিদর্শক কৃষ্ণেন্দু পাল।প্রধান অতিথি আসনে দীঘা বিদ্যাভবনের প্রধান শিক্ষক শুভেন্দু করন, ছিলেন নিমতলা হাই স্কুলের প্রধান শিক্ষক দিব্যেন্দু সরকার। Continue Reading